চট্টগ্রামে কারচুপির অভিযোগে ঢাকায় বিএনপির স্মারকলিপি

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ভোটে কারচুপির অভিযোগ এনে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে বিএনপি। বুধবার (২৭ জানুয়ারি) আগারগাঁওয়ে ইসি ভবনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দলের চিঠি পৌঁছে দেন।

স্মারকলিপিতে বিএনপি উল্লেখ করে যে, ‘বুধবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম, দুর্নীতি এবং জালিয়াতি, এজেন্ট বের করে দেওয়া, বিএনপির নেতাকর্মীদের ওপর আকস্মিক হামলা করা এবং ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য  হুমকি দেওয়া হয়।’

এ সময় রিজভীর সঙ্গে আরও  উপস্থিত ছিলেন— বিএনপি ঢাকা দক্ষিণ মহানগরের সভাপতি হাবিবুন নবী সোহেল, সরফাতুল্লাহ সপু, শাহীন আহম্মেদ শাহীন প্রমুখ।