শ্রমিক নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি সাকির

চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের কয়লাবিদ্যুৎ কেন্দ্রে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশের হামলায় পাঁচজনের হত্যাকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

তিনি বলেন, ‘এই সরকার আজ এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে যে, তাদের কাছে বিচার চাওয়াই খুব কঠিন। সরকার টিকে আছে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দলীয়করণ করে জনগণের বিরুদ্ধে পরিচালিত করে এবং বিদেশি নানান প্রভাবশালী দেশের অনুগ্রহে।

রবিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় গণসংহতি আন্দোলন আয়োজিত এক অনলাইন আলোচনা সভায় এসব কথা বলেন জোনায়েদ সাকি।

সভায় আলোচকেরা এস আলম গ্রুপ ও পুলিশ কর্মকর্তাদেরকে বিচারের আওতায় আনা ও বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে সুষ্ঠু তদন্তের দাবি জানান।

জোনায়েদ সাকি আরও বলেন, বাংলাদেশে ন্যূনতম গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর নেই। জনগণের ন্যূনতম ভোটাধিকার নেই। ফলে জনগণের জীবন-জীবিকার বিষয়ে সরকারের কোন ভাবনা আমরা দেখতে পাই না, জবাবদিহির কোন জায়গা নেই। কাজেই জনগণের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোন বিকল্প রাস্তা নেই।

গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়কারী হাসান মারুফ রুমীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক আনু মুহাম্মদ ও বিজনেস স্ট্যান্ডার্ডের চট্টগ্রামের ব্যুরো প্রধান শামসুদ্দীন ইলিয়াস।