পরিকল্পিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

পরিকল্পিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। রবিবার (২০ জুন) পার্টির জাতীয় পরিষদ ও কেন্দ্রীয় কমিটির দুই দিনব্যাপী সভা থেকে এ আহ্বান জানানো হয়। রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

দলের প্রস্তাবে অভিযোগ করা হয়েছে, অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্তকে আত্মঘাতী, স্বেচ্ছাচারী ও চরম অদূরদর্শী।

সভায় বলা হয়, স্বেচ্ছাচারী পন্থায় রাজনৈতিকভাবে সিদ্ধান্ত গ্রহণ না করে বিশেষজ্ঞ ও শিক্ষাবিদদের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যবিধি নিশ্চিত করে পরিকল্পিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, শহীদুল আলম নান্নু, রাশিদা বেগম, সজীব সরকার রতন, এ্যাপোলো জামালী, সাইফুল ইসলাম, অরবিন্দু বেপারী বিন্দু, ডা. মনোয়ার হোসেন প্রমুখ।