ভোটাধিকার আদায়ে গণসংহতির চার দাবি

ভোটাধিকার আদায়ে চার দফা দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন। বুধবার (২৯ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব দাবি জানায় দলটি।

বিবৃতিতে সংগঠনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে ভোটাধিকার অর্জন কোনোভাবেই সম্ভব নয়। একারণে সংলাপের নামে যে তামাশা চলছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে।’

গণসংহতির চার দফা দাবি হচ্ছে— এক. বর্তমান সরকারকে পদত্যাগ করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আগামী অন্তত ৩টি নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হতে হবে। দুই. বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনার নিয়োগ ও সকল সাংগঠনিক পদে নিয়োগের ক্ষেত্রে সাংবিধানিক কমিশন গঠন করতে হবে। তিন. সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল করে সংসদ সদস্যদের কথা বলা এবং ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং চার. সংসদে সংখ্যানুপাতিক ভোটের ভিত্তিতে আসন বণ্টন করতে হবে।