আওয়ামী লীগে ছিলাম, আছি ও থাকবো: সোহেল তাজ

দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ আওয়ামী লীগে সক্রিয় হচ্ছেন বলে গুঞ্জন রয়েছে। এর মধ্যে সোমবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে বনানী কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে সোহেল তাজ বলেছেন, ‘আমি আওয়ামী লীগে ছিলাম, আছি ও থাকবো’।

রাজনীতিতে সক্রিয় হওয়া না হওয়া নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি রাজনৈতিক পরিবারের সন্তান। আমার বাবা শহীদ তাজউদ্দীন আহমদ। তিনি মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আমার মা ১৯৭৫ পরবর্তী সময়ে আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন’।

নিজেদের রক্তের ভেতরে ‘আওয়ামী লীগ’ মন্তব্য করে সোহেল তাজ বলেন, ‘আমি বরাবার বলে আসছি- আমাকে প্রয়োজন হলে ডাকবেন, পাবেন’।

শোকাহত এই দিনে বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’ গড়তে ‘সোনার মানুষ’ তৈরি করতে হবে এবং নিজেদের ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

এর আগে সকাল ৭টার দিকে বনানী কবরস্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানানোর পর শহীদদের সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় গার্ড অব অনার দেওয়া হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলটির শীর্ষ নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।