৩১ জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা না হলে কফিন মিছিল করে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।
মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে যমুনা অভিমুখে লং মার্চ করে ইনকিলাব মঞ্চ। মিছিল কাকরাইল মোড়ে এসে পৌঁছালে তাদের আটকে দেয় পুলিশ। পরে জনতার উদ্দেশ্যে বক্তব্যে এ ঘোষণা দেন হাদি।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলেন, জুলাই কোনও রাজনৈতিক দল বা সংগঠনের ব্যক্তিগত সম্পত্তি নয়। সাধারণ জনগণের ফ্যাসিবাদবিরোধী এই আন্দোলনের স্বীকৃতি সরকারকেই দেওয়ার দাবি জানায় ইনকিলাব মঞ্চ।
এছাড়া, জুলাই আন্দোলনের আহতদের সুচিকিৎসা, ফ্যাসিবাদের পক্ষে আমলা, মন্ত্রী-এমপিদের বিচারের ব্যবস্থাসহ ১৩ দফা প্রস্তাব জানায় সংগঠনের নেতাকর্মীরা।