দেশবাসীর কাছে প্রধানমন্ত্রী এখন ‘হুমকি-কন্যা’: রিজভী

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদপ্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর কাছে এখন ‘হুমকি-কন্যা’ হিসেবে পরিচিত বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
রোববার বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানীর নয়াল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর সমালোচনা করে রিজভী বলেন, ‘নানাভাবে পীড়িত মানুষের প্রতিবাদ কোনোভাবে সহ্য করতে পারেন না বর্তমান প্রধানমন্ত্রী। দেশবাসীর কাছে তিনি এখন ‘হুমকি-কন্যা’ হিসেবে পরিচিত। তার হুমকির মুখে দেশের মানুষের সব অধিকার আজ নিরুদ্দেশ হয়ে গেছে। ভোট, নির্বাচন, কথা বলা, সমালোচনা ও প্রতিবাদ, লেখা, প্রকাশ করা, চলাফেরা, সংবাদপত্রের স্বাধীনতাসহ মানুষের সব স্বাধীনতা দ্বিতীয় মেয়াদের শেখ হাসিনার বাকশালে বন্দি হয়েছে।’
তিনি বলেন, ‘মানুষের অধিকার শব্দটিকে শেখ হাসিনা স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারেন না। মূলত তিনি জনমতকেই রাষ্ট্রীয় শক্তির জোরে হুমকি দিয়ে সাসপেন্ড করে রেখেছেন। দেশবাসীর প্রতি প্রতিনিয়ত এই হুমকির অর্থ হচ্ছে- একদলীয় দুঃশাসন প্রলম্বিত করার স্বপ্নযাত্রা।’
রুহুল কবির রিজভী আরও বলেন, ‘অন্ধ হুমকি ও উৎপীড়নের রাজত্বে সরকারি প্রশাসনিক সংস্থা ও সাংবিধানিক সংস্থাগুলোও প্রধানমন্ত্রীর অফিসের সুইচ দ্বারা নিয়ন্ত্রিত হয়। সাধারণত নায়েব-মোসাহেবরা উপহাস আর তিরস্কারে লজ্জিত হন না।’

দলের গঠনতন্ত্র সংশোধনের উদ্যোগ
বিএনপির গঠনতন্ত্র সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘দলের গঠনতন্ত্র সংশোধনের জন্য একটি ধারা আছে, যেখানে কাউন্সিলররা বর্তমান গঠনতন্ত্র সংশোধনের জন্য প্রস্তাব করতে পারে। গঠনতন্ত্র সংশোধনের জন্য আমরা কাউন্সিলরদের মহাসচিব বরাবর এই প্রস্তাব দিতে চিঠি পাঠিয়েছি। তাদের দেওয়া প্রস্তাবগুলো গঠনতন্ত্র সংশোধনের উপ-কমিটিতে যাবে। কমিটির সদস্যরা দলের চেয়ারপারসনকে প্রয়োজনীয় সুপারিশ করবেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘কাউন্সিল সফল করতে একাধিক উপকমিটি গঠিত হবে। যেগুলো চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দু’একদিনের মধ্যে এসব কমিটি গঠিত হবে।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

/সিএ/এজে/