৪ ফেব্রুয়ারি দেশব্যাপী বিক্ষোভ-সমাবেশের ঘোষণা গণতন্ত্র মঞ্চের

গ্যাস, তেল, বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে ৪ ফেব্রুয়ারি ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ।

বুধবার (২৫ জানুয়ারি)  জাতীয় প্রেস ক্লাবের সামনে ১৪ দফা কর্মসূচির ভিত্তিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত সমাবেশ শেষে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এই ঘোষণা দেন।

মান্না বলেন, একটা কর্মসূচির পর আরেক কর্মসূচি আসে। আমরা আসি, যাই—আবার আসি। কিন্তু প্রত্যেকটি কর্মসূচিই একটির চেয়ে আরেকটি আরও শক্তিশালী আরও সাহস সঞ্চার করে। আগামী আমরা আবারও রাস্তায় আসবো আরও শক্তি সঞ্চার করে।

সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দমন করো শোষণ করো, কণ্ঠ রোধ করে শাসন করো—এইপথে যেয়ে পুরো দেশটাকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে আওয়ামী লীগ।

একক ভাবে শাসন করার বাসনা এটা যে টেকে না আগের ইতিহাস পরের ইতিহাস সবই প্রমাণ করেছে মন্তব্য করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, স্বৈরাচারী একদলীয় শাসক জনগণের অধিকার পদদলিত করে যে শাসন এটা টেকে না। আজকে শেখ হাসিনার মাথায় একই ভূত চেপেছে। তিনি নতুন কায়দায় বাকশাল করতে চাইছেন।

গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, যারা দেশ ও দেশের মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে জীবন দিয়েছেন তারা এরকম একটা রাষ্ট্র দেখতে চায়নি। আওয়ামী লীগের হাত থেকে আমাদের দেশ ও দেশের মুক্তি ছিনিয়ে আনতে হবে।

এসময় আরও বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দল(জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলুসহ অন্যান্যরা।