সিপিবির তিন দিনের বিক্ষোভ শুরু শনিবার

ভোটাধিকার প্রতিষ্ঠা, খাদ্যপণ্য, বিদ্যুৎ গ্যাসের দাম কমানো, রেশনিং চালু ও দুর্নীতি লুটপাট বন্ধের দাবিতে আগামী ২৭, ২৮ ও ২৯ মে সমাবেশ-বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শনিবার (২৭ মে) থেকে দেশের বিভিন্ন উপজেলায় এ সমাবেশ-বিক্ষোভ শুরু হবে। শুক্রবার (২৬ মে) সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এ তথ্য জানান।

সিপিবির দলীয় সূত্র জানায়, গত ২১ মে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ের মৈত্রী মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত এক বিশেষ সভায় এসব কর্মসূচির সিদ্ধান্ত হয়।

সিপিবির পক্ষ থেকে এই আন্দোলনকে অগ্রসর করতে বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাসদ, ঐক্য ন্যাপ ও অন্যান্য বামপন্থী প্রগতিশীল দল, সংগঠন ও ব্যক্তিদের প্রতি আহ্বান জানানো হয়।