কেমন চলছে দুই দলের সমাবেশ, দেখুন ছবিতে

ব্যাপক লোক জমায়েতের মধ্য দিয়ে রাজধানীতে সমাবেশ করছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে চলছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশ। আর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশের এলাকাজুড়ে হচ্ছে বিএনপির মহাসমাবেশ। রাজধানী ও এর আশপাশের জেলাগুলো থেকে বিপুল পরিমাণ লোক জড়ো করেছে দুই দলই। 

'বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে' শান্তি সমাবেশে করছে আওয়ামী লীগের তিন সংগঠন। এদিকে সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি এই মহাসমাবেশ করছে। দুই দলই সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করার কথা বলেছে। কাছাকাছি এলাকায় দুই দলের কর্মসূচিকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী।  

আওয়ামী লীগের তিন সংগঠনের শাান্তি সমাবেশ

শাান্তি সমাবেশে যুবলীগের ব্যানারে অংশ নেওয়া কর্মী-সমর্থকরা

শান্তি সমাবেশে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ধরনের ব্যানার, ভিন্ন ভিন্ন ক্যাপ পরে এসেছেন কর্মীরা

শান্তি সমাবেশের মঞ্চ

নানা কায়দায় উৎসাহ তৈরির চেষ্টা করেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা

উৎসাহ উদ্দীপনার ঘাটতি নেই বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যেও

পুলিশের তল্লাশি উপেক্ষা করেই বিভিন্ন এলাকা থেকে নয় পল্টনের মহাসমাবেশে যোগ দিতে আসেন বিএনপির কর্মী-সমর্থকরা

বিএনপির মহাসমাবেশের মঞ্চ

লোকে লোকারণ্য বিএনপির সমাবেশস্থল (ছবি: সালমান তারেক শাকিল)

পল্টনে সতর্ক অবস্থানে পুলিশ

পল্টন মোড়ে সতর্ক অবস্থানে পুলিশ