ঢাকার সব প্রবেশপথে বিরোধীদের অবস্থান কর্মসূচি আসছে

সরকার পতনের দাবিতে শুক্রবার (২৮ জুলাই) অনুষ্ঠিত মহাসমাবেশ থেকে ‘ঢাকার সব প্রবেশপথে অবস্থান কর্মসূচি’র ঘোষণা আসছে বিএনপিসহ বিরোধীদলীয় জোটের পক্ষ থেকে। এদিন বিকালে বিভিন্ন সূত্রে এ ধারণা পাওয়া গেছে।

বিএনপির সঙ্গে যুগপতে যুক্ত নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, এক দুই-দিনের মধ্যেই কর্মসূচি শুরু হবে। প্রথম দিকেই ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি দেওয়া হতে পারে।

ইতোমধ্যে শুক্রবার বিভিন্ন দল সমাবেশ করলেও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচি ঘোষণা করবেন।