মাতুয়াইলে বাসে আগুন, শ্যামলীতে পুলিশের গাড়ি ভাঙচুর

রাজধানীর মাতুয়াইলে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিএনপি নেতাদের সঙ্গে যখন পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটছিল, তখন এই আগুন দেওয়ার ঘটনা ঘটে।

শনিবার (২৯ জুলাই) বেলা ১১টার পর থেকে যাত্রাবাড়ী, শনির আখড়া, মাতুয়াইল এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলে দুই ঘণ্টাব্যাপী। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শনির আখড়া ও যাত্রাবাড়ী এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

যাত্রাবাড়ী থানার একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, মাতুয়াইল এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, এ ঘটনার সঙ্গে কারা জড়িত, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত থাকবে, তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

শনিবার বেলা ১১টার পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী, শনির আখড়া ও মাতুয়াইল এলাকায় অবস্থান নেন বিএনপি নেতাকর্মীরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় সংঘর্ষের এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা পিছু হটতে বাধ্য হয়। এ সময় পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

এদিকে রাজধানীর শ্যামলী এলাকায় পুলিশের একটি গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, হঠাৎ বেশ কয়েকজন এসে পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়ে ও ভাঙচুর করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই ঘটে যায় এ ঘটনা।