জীবিত থাকলে বঙ্গবন্ধু হতেন বিশ্বের এক নম্বর নেতা: আশরাফ

সৈয়দ আশরাফুল ইসলামজীবিত থাকলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বের এক নম্বর রাজনৈতিক নেতা হতেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত একজন নেতাও বঙ্গবন্ধুর মত তৈরি হননি।
সোমবার (৭ মার্চ) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণে স্বাধীনতার ঘোষণা দেননি। তিনি ওই ভাষণ দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। ভাষণটি ছিল অনেক কৌশলী। তার অন্তর্নিহিত অনুসন্ধান করলে অনেক কিছু দেখা যেতে পারে।
তিনি বলেন, বঙ্গবন্ধু যুদ্ধের যে কৌশল বর্ণনা করেছেন, একটি জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করেছেন, তার রণকৌশল, রাজনীতির শিক্ষা, অফুরন্ত প্রাণশক্তি- এটা বিস্ময়কর ব্যাপার। আমি জানি না বঙ্গবন্ধুর মিলিটারি ট্রেনিং ছিল কি-না। কিন্তু তিনি যে যুদ্ধের কৌশল উপস্থাপন করেছিলেন তাতে বিশ্বের অনেক সেনাপতিও বিস্ময় প্রকাশ করেছিলেন।
আশরাফ বলেন, আমাদের দেশটি ছোট হতে পারে; কিন্তু বঙ্গবন্ধু ছোট ছিলেন না। আর কিছুদিন বেঁচে থাকলে তিনি হতেন বিশ্বের এক নম্বর রাজনৈতিক নেতা।
পিএইচ/এমএসএম