কোটা সংস্কার আন্দোলনে নিহত ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ আলীর জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুলাই) বিকাল ৩টা ৩ মিনিটে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার আগে মৃত সবুজের বড় ভাই আহাজারি করে বলেন, আমি পড়াশোনা না করে আমার ছোট ভাইকে পড়াশোনা করিয়েছি। আমার ছোট ভাইয়ের অনেক বড় স্বপ্ন ছিল। কিন্তু আজ তা মাটির সঙ্গে মিশে গেলো। কখনও ভাবতেই পারিনি আমার ভাই এত তাড়াতাড়ি সবাইকে ছেড়ে চলে যাবে। আমি আমার ভাই হত্যার বিচার চাই।’
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী মোজাম্মেল হক। আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, এসএম কামাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।