নির্বাচনে বিএনপির থাকা না থাকার সিদ্ধান্ত রাতে

খালেদা জিয়া

বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক ডেকেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। রবিবার রাত ৮টায় গুলশানের খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হবে। তার মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বৈঠকে স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদের সদস্য, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত থাকবেন।
দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ইউপি নির্বাচন, সারাদেশে বিএনপির সাংগঠনিক অবস্থা, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করা হবে। 

চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, ‘আমার মনে হচ্ছে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। ম্যাডামের ওয়ারেন্ট নিয়েও হয়তো আলোচনা হবে। তবে দলের নেতারাসহ রাজনৈতিক দলগুলো ইউনিয়ন নির্বাচন নিয়ে যা বলছেন, তাতে করে মনে হচ্ছে এ নিয়ে কোনও আলোচনা হবে। সিদ্ধান্তও আসতে পারে।

ইতোমধ্যে রবিবার দুপুরের সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন।

সূত্রমতে, সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন খালেদা জিয়া।

/এসটিএস/এসটি/