বৈশাখের অনুষ্ঠান দেখতে পল্টনে যাবেন খালেদা জিয়া

পহেলা বৈশাখের দিন বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস)। এতে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার দুপুর ২টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। ম্যাডাম বিকাল ৪টা নাগাদ সেখানে যেতে পারেন।

ইতিমধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠান করতে ডিএমপির অনুমতি চাওয়া হয়েছে।

জানা গেছে, খালেদা জিয়ার উপস্থিতিতে কেন্দ্র করে ইতোমধ্যে মহানগরীর সব অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকেই সর্বোচ্চ জমায়েত করার নির্দশ দেওয়া হয়েছে।

জাসাস নেতা মনির খান জানান, সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান করার অনুমতি চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট লিখিত আবেদন করা হয়েছে। নির্ধারিত সময়ের আগেই অনুমতি পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়তে পারেন : যেকোনও সময় ছিটকে পড়ার সময় এসেছে সরকারের: রিজভী

গত বছরের পহেলা বৈশাখেও অনুষ্ঠান উপভোগ করতে নয়াপল্টনে হাজির হয়েছিলেন খালেদা জিয়া। ওই সময় তার দলের জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন।

/এসটিএস/এসটি/