মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তদন্তে আ. লীগের কমিটি

আওয়ামী লীগইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থিতা পেতে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে আওয়ামী লীগ। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই কমিটি গঠন করা হয়েছে। ক্ষমতাসীন দলটির  সভাপতিমণ্ডলীর কয়েকজন নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।
কমিটির সদস্যরা হলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভুঁইয়া ডাবলু ও কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী।
দলীয় সূত্রে জানায়, আগামী ১৫ দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আরও পড়তে পারেন: পাবনা পাবনায় ফল ঘোষণা নিয়ে সহিংসতা: নিহত ১


এর আগে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ত্যাগী নেতাদের বাদ দিয়ে আর্থিক বাণিজ্যের মাধ্যমে সুবিধাভোগীদের মনোনয়ন দেওয়ার অভিযোগ উঠেছে।  এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও  সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ইউনিয়দ পরিষদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্য হয়েছে কি না, তা তদন্তে কমিটি গঠন করার আভাস দিয়েছিলেন।

/পিএইচসি/এমও/ এমএনএইচ/