নেত্রী ভুল করবেন না বিশ্বাস তৃণমূলের

দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতা নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভুল করবেন না বলেই তৃণমূলের নেতাকর্মীদের বিশ্বাস। সম্মেলনের মধ্য দিয়ে দলের নেতাকর্মীরা নতুন করে উজ্জীবিত হবে বলেও মনে করছেন তারা। শনিবার আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে আগত ডিলেগেটর, কাউন্সিলরা বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপে এমনটাই জানিয়েছেন।
সম্মেলনে আগতরাবাগেরহাট জেলার চিতলমারী উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শিবানী বিশ্বাস জানান, সম্মেলনের মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে সেতুবন্ধন দৃঢ় হয়েছে। শেখ হাসিনার কথা ও কাজের মিল থাকে। তিনি যোগ্য নেতা নির্বাচনে ভুল করবেন না। আমরা তার প্রতি আস্থাশীল। তিনি যাকেই নির্বাচিত করবেন তার নেতৃত্বে কাজ করে যাব।

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সদস্য মো. আকামত আলী বলেন, ‘সাধারণ সম্পাদক পদে পরিবর্তনের কথা শোনা যাচ্ছে। আমরা আমাদের মতামত তুলে ধরব। আশা করি যোগ্য লোকই নেতা হবেন।’ পাশাপাশি তৃণমূলের মতকে মূল্যায়ন করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও প্রত্যাশা করেন তিনি।

চাঁদপুর জেলার মতলব উত্তর স্যাংগারচর পৌরসভার কাউন্সিলর রুহুল কুদ্দুস মাস্টার ২০তম জাতীয় সম্মেলনের আয়োজন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, ‘কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে নতুন মুখ আসতে পারে। সাধারণ সম্পাদক পদে নতুন মুখ এলেও সমস্যা নেই। তবে সৈয়দ আশরাফ থাকলেই ভালো।’

কাউন্সিলে অংশগ্রহনের সুযোগ দিয়ে তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়েছে বলে মনে করেন মেহেরপুর জেলা বামুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান। তিনি বলেন, ‘আমাদের সম্মেলনে আসার সুযোগ দিয়ে নেত্রী তৃণমূলকে মূল্যায়ন করেছেন। কমিটি গঠনে একইভাবে যোগ্য নেতাই নির্বাচিত করবেন তৃণমূলের মতামত নিয়ে। সৈয়দ আশরাফ সাংগঠনিক ভাবে শক্তিশালী নেতা, তিনি সাধারণ সম্পাদক থাকেন বা না থাকেন তিনি দলের প্রতিটি নেতাকর্মীর শ্রদ্ধার আসনে থাকবেন।’

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার মহিলা লীগের সাধারণ সম্পাদক রিনা আক্তার সাগর বলেন, ‘সম্মেলনে নেত্রীর ভাষণের মাধ্যমে আগামীর দিক নির্দেশনা পেয়েছি। উৎসব মুখর পরিবেশে সম্মেলন হচ্ছে। নেতাকর্মীরা দলের নতুন কমিটি গঠনের দায়িত্ব শেখ হাসিনার উপর ছেড়ে দিয়েছেন। যাকেই নেতা করা হোক আমরা মেনে নিয়ে এক সঙ্গে কাজ করব।’

/এমও/