আ.লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার পরিষদ মনোনয়ন বোর্ড গঠন





আওয়ামী লীগের ২০তম সম্মেলনরবিবারের সম্মেলন থেকে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড এবং স্থানীয় সরকার ও পরিষদ মনোনয়ন বোর্ড গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা পৃথক দুটি কমিটির নাম ঘোষণা করেন।
ঘোষিত কমিটি অনুযায়ী সংসদীয় বোর্ডর ১১ সদস্যরা হলেন সভাপতি শেখ হাসিনা, সৈয়দা সাজেদা চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, কাজী জাফরুল্লাহ, শেখ সেলিম, ওবায়দুল কাদের ও রশিদুল আলম।
সংসদীয় বোর্ড জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়।
এদিকে আওয়ামী লীগের স্থানীয় সরকার ও পরিষদ মনোনয়ন বোর্ডের জন্য দায়িত্ব পেয়েছেন সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, কাজী জাফরুল্যাহ, শেখ ফজলুল করিম, সৈয়দ আশরাফুল ইসলাম, ওবায়দুল কাদের, প্রফেসর ড. আলাউদ্দিন আহমেদ, মাফুজুল আলম, আবু নাসের আবদুল্লাহ, মাহাবুবুল আলম হানিফ, আবদুর রাজ্জাক, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবীর নানক ও মো. ফারুক খান। পদাধিকার বলে শেখ হাসিনাও স্থানীয় সরকার ও পরিষদ মনোনয়ন বোর্ডে দায়িত্ব পালন করবেন। এছাড়া এই দায়িত্বে আরও একজন অন্তর্ভুক্ত হবেন বলে প্রধানমন্ত্রী জানান। এ বোর্ড দলীয় ভিত্তিতে অনুষ্ঠেয় স্থানীয় সরকার নির্বাচনে দল থেকে মনোনয়ন দেবে।

আরও পড়ুন: সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

/ইএইচএস/ এমএনএইচ/