‘জিয়ার কবর সরানো নয়, লুই কানের নকশা বাস্তবায়নই মূল লক্ষ্য’

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘জিয়ার কবর সরানো নয়, বরং জাতীয় সংসদের স্থপতি লুই আই কানের নকশা বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য। তাই নকশা বাস্তবায়ন করতে গিয়ে জিয়াসহ যাদের কবর সেখানে রয়েছে সবার কবরই সরানো হবে।’

শনিবার (৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক অধিকার ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি একথা বলেন।

কামরুল বলেন, ‘শুধু জিয়ার কবর সরানোর জন্যই নকশা আনা হয়নি। ওই এলাকায় এম সবুর খানসহ যাদের যাদের কবর আছে, সবার কবর সরিয়ে লুই আই কানের নকশা বাস্তবায়ন করা হবে। এছাড়া জিয়ার নাম ইতিহাস থেকে সরকার মুছে ফেলতে চায় না। বরং ইতিহাসে তিনি খলনায়ক হিসেবেই চিহ্নিত হয়ে থাকবেন।’

খালেদার জিয়ার মামলা প্রসঙ্গে কামরুল বলেন, ‘খালেদা জিয়ার দুর্নীতির মামলার বিচার কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রকাশ্যে আদালতে বিচার হচ্ছে। এখানেও আমাদের কোনও উদ্দেশ্য নেই। একজন অপরাধীর যেভাবে বিচার হয় তারও সেভাবেই বিচার হচ্ছে। ফলে এই মামলায় যে রায় হবে তা আমাদের মেনে নিতেই হবে।’

দেশের বিভিন্ন ক্লান্তিকালে সাংবাদিকদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলনে সাংবাদিকরা গৌরবজ্জল ভূমিকা পালন করেছে। একটা সময় ছিল যখন সাংবাদিকদের কলাম রাষ্ট্রীয় সিদ্ধান্তে প্রভাব ফেলতো।

মন্ত্রী আরও বলেন, জঙ্গিবাদ, সাম্প্রদায়িতার বিরুদ্ধে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা না করে উপায় নেই। এজন্য সাংবাদিকের স্যালুট জানাই।

সাংবাদিকদের সমালোচনা করে বলেন, ‘বর্তমানে সরকার সাংবাদিকদের সংবাদ প্রকাশে স্বাধীনতা দিয়েছে বলেই নেতিবাচক সংবাদ প্রকাশ হয়।’ তবে নেতিবাচকের চেয়ে বেশি বেশি ইতিবাচক সংবাদ প্রকাশ করতেও আহ্বান জানান।

/আরএআর/এসটি/