গাইবান্ধার পথে আ. লীগের কেন্দ্রীয় প্রতিনিধি দল

হিমঘরে নেওয়া হচ্ছে সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আলম লিটনের মরদেহ

গাইবান্ধার-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকান্ডের পর কেন্দ্রীয় আওয়ামী লীগের এক প্রতিনিধি দল গাইবান্ধা অভিমুখী হয়েছে বলে জানা গেছে। 

আওয়ামী লীগের পক্ষ থেকে রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।

বি এম মোজাম্মেল হক জানান, তিনিসহ প্রতিনিধি দলে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘আমরা দুই জন রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ যাচ্ছি। সেখানে গিয়ে খোঁজ খবর নেওয়া হবে।’

উল্লেখ্য, গাইবান্ধার সুন্দরগঞ্জ আসনের আওয়ামী লীগের এমপি মঞ্জুরুল আলম লিটন আজ শনিবার সন্ধা ৬ টার দিকে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ বামনডাঙ্গা এলাকার বাসভবনে দুবৃর্ত্তদের গুলিতে গুরতর আহত হন। এ অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে নিয়ে আসা হলে রাত ৮ টার দিকে সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক বিমল চন্দ্র বর্ম্মন লিটনের মৃত্যুসংবাদ অপেক্ষারত সাংবাদিকদের জানান।

/পিএইচসি/এইচকে/