দুপুরের জনসভার জন্য ব্যাপক প্রস্তুতি আওয়ামী লীগের

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন

আজ ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানে স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দিবসটি উপলক্ষে ক্ষমতাসীন আওয়মী লীগ আজ মঙ্গলবার রাজধানীতে জনসভার আয়োজন করেছে। বেলা আড়াইটায় সোহরাওয়াদী উদ্যানে এ জনসভা অনুষ্ঠিত হবে। এর সভাপতিত্ব করবেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গুবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। এসময় মন্ত্রিসভার সদস্য ও দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে দলের জনসভা সফল করতে আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্ততি গ্রহণ করা হয়েছে। ঢাকা মহানগর ও আশপাশের জেলার সঙ্গে মতবিনিময় করে জনসভায় ব্যাপক উপস্থিতির নির্দেশ দেওয়া হয়েছে। জনসভার জন্য যাতে জনদুর্ভোগ না হয় সেজন্য দলীয় নেতাকর্মীদের নজর রাখার আহ্বান জানানো হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জনদুর্ভোগ এড়াতে ব্যবস্থা নেওয়া হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর যান চলাচলে কিছু দিকনির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার বিকালে ডিএমপির সদর দফতর থেকে পাঠানো কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

আজ ১০ জানুয়ারি ‘অন্ধকার হতে আলোর পথে যাত্রা’র দিন

মঙ্গলবার যেসব সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে

/ইএইচএস/এসটি/