‘নির্বাচনকালীন সরকারে বিএনপির অংশগ্রহণের সুযোগ নেই’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরনির্বাচনকালীন সরকারে বিএনপির অংশগ্রহণের সুযোগ সংবিধানে নেই, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মহিলা আওয়ামী লীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির অংশ গ্রহণের সুযোগ সংবিধানে নেই। সংবিধানে যদি না থাকে তাহলে আমরা কি করে সে সুযোগ করে দিব?’
‘খালেদা জিয়াকে ছাড়া বিএনপি দেশে কোন নির্বাচন হতে দিবে না’, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘কারও জন্য ৫ জানুয়ারি নির্বাচন থেমে থাকেনি। এবারও যদি কেউ নির্বাচনে না আসেন তাহলে নির্বাচন থেমে থাকবে না। তবে না আসার কোনও কারণ নেই। নিবন্ধন বাতিল হয়ে যাবার ঝুঁকি বিএনপি নেবে বলে আমার মনে হয় না।’
সেতুমন্ত্রী আরও বলেন, ‘আধুনিক একটা সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আমরা নির্বাচনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। এ কারণে আমাদের যেসব সহযোগী সংগঠনের কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে তার সম্মেলন করতে যাচ্ছি। এর প্রথমে আগামীকাল মহিলা আওয়ামী লীগের আর ১১ মার্চ হবে যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।’ মহিলা আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে নেতৃত্বে নবীন-প্রবীণের সমন্বয় হবে বলেও জানান তিনি।

দলের কোনও শাখার কেউ যদি অপরাধী হয়, শৃঙ্খলাবিরোধী কোনও কাজ করে- তাহলে তাকে সরাসরি বহিস্কার করা যাবে না উল্লেখ করে এই সাধারণ সম্পাদক বলেন, ‘বহিস্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করতে হবে এবং সেই সুপরিশ আমাদের কেন্দ্রীয় কমিটির বৈঠকে চূড়ান্ত হবে। এছাড়া কোনও কমিটি হুট করে ভেঙে দেওয়া যাবে না।’

আগামীকাল ৪ মার্চ রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে সংগঠনের পঞ্চম জাতীয় সম্মেলনের প্রস্তুতি জানাতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ প্রমুখ।

/পিএইচসি/এমও/