‘ভারতের সঙ্গে চুক্তি করে গোপন রাখার কাজ হাসিনা করবেন না’

ভারতের সঙ্গে চুক্তি হবে বাংলাদেশের জনগণের জন্য। জনগণের জন্যে চুক্তি করে গোপন রাখার কাজ শেখ হাসিনা করবেন না, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের (ছবি: ফোকাস বাংলা)প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনার জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘তথ্য প্রযুক্তির যুগে ভারতের সঙ্গে চুক্তি করে গোপন করার কিছু নাই। তিনি (মির্জা ফখরুল) মাঝে মাঝে অন্ধকারে ঢিল ছোঁড়েন। আগে ভারতের সঙ্গে চুক্তি হোক, দেখেন, তারপর বলেন, দেশবিরোধী চুক্তি কি না।’

ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বের ভেতর দিয়ে তিস্তাসহ অভিন্ন সব নদীর চুক্তি হবে। শেখ হাসিনার ভারত সফরের মধ্য দিয়ে এসবের অগ্রগতি হয়েছে, আরও হবে। গালিগালাজ করলে ভারত কিছুই দেবে না। দেশে দেশে যত ন্যায্য অধিকারই থাক আদায় করা সম্ভব হয় না। বন্ধুত্বের ভিত্তিতে আলাপ-আলোচনা করে দাবি আদায় করা সম্ভব।’

মুক্তিযুদ্ধের সময় ভারত পাশে না থাকলে কি হত প্রশ্ন রেখে সেতুমন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে ভারতের ধারে কাছে নাই আমরা। ইন্দিরা গান্ধী পাশে না থাকলে কি হত আমরা ভুলে যাই, শত্রুতা করে দাবি আদায় করা যায় না।’

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলনের সমাপনী দিনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি উশা তৎ তালুকদার।

/পিএইচসি/এমও/
আরও পড়ুন- 

তিস্তা নিয়ে আশ্বাস, অঙ্গীকার নেই

পাঁচ বছরের জন্য ১০ হাজার মুক্তিযোদ্ধাকে ভিসা দেবে 

হাসিনা- মোদি বৈঠকে ৩৬ চুক্তি সই





তিস্তা নিয়ে আশ্বাস, অঙ্গীকার নেই
তিস্তাচুক্তি: মোদির মুখের কথায় সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশকে
শেখ হাসিনার সঙ্গে মমতার সাক্ষাৎ
‘ভারতের প্রতিরক্ষা চুক্তি আছে চীনের সঙ্গেও!’
মোদির বক্তৃতায় ইঙ্গিত: তিস্তা চুক্তি ২০১৮ সালেই?

মোদি-হাসিনা বৈঠকে ২২ চুক্তি সই

মোদি-হাসিনা বৈঠক: ২২ চুক্তি ও ৪ সমঝোতা স্মারক সই

বাংলায় নববর্ষের শুভেচ্ছা জানালেন মোদি