মুক্তিযোদ্ধাদের দাবি সরকার নিশ্চয়ই দেখবে: হাছান মাহমুদ

হাছান মাহমুদমুক্তিযোদ্ধাদের দাবিও সরকার বিবেচনা করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ‘সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য থাকা নির্ধারিত কোটা প্রধানমন্ত্রী বাতিলের পর মুক্তিযোদ্ধাদের দাবি সরকার নিশ্চয়ই দেখবে। তারা যে দাবি জানিয়েছে তা নিশ্চয়ই সরকারের কাছে পৌঁছেছে। এটা সরকার নিশ্চয়ই দেখবে।’

শুক্রবার (১৩ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সুফিয়া কামাল হলের ছাত্রলীগ সভানেত্রীর বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনও প্রকার তদন্ত ছাড়া একজন ছাত্রীকে মৌখিকভাবে বহিষ্কারের ঘটনা মৌলিক অধিকার পরিপন্থী। কোনও তদন্তই করা হয়নি। এটা কোনোভাবেই ঠিক হয়নি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রচার উপ-কমিটির সদস্য আশরাফ সিদ্দিকী বীটু।