এবার আ.লীগ নেতারা নৌ ও সড়ক পথে সফর করবেন

ওবায়দুল কাদেরআগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর লঞ্চে বরগুনা এবং পটুয়াখালীতে সাংগঠনিক সফর করবে আওয়ামী লীগ। পরবর্তীতে ২২ ও ২৩ সেপ্টেম্বর সড়কপথে চট্টগ্রাম ও কক্সবাজার সফর করবেন কেন্দ্রীয় নেতারা। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ট্রেনে উত্তরবঙ্গে সফরের কারণে ট্রেনযাত্রীদের দুর্ভোগ হয়েছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘উত্তরবঙ্গে সফরের সময় নীলসাগর ট্রেনে ৬৫০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে আমাদের টিমে ছিল ৭০ জন। গণমাধ্যমের একটি অংশ বলেছে, এতে নাকি যাত্রীদের দুর্ভোগ হয়েছে। ট্রেনটি ৫ ঘণ্টা বিলম্বে গন্তব্যে পৌঁছেছে। এই সংবাদটি সঠিক নয়। কারণ, নীলসাগর ট্রেনটি ঈদের আগে থেকেই ৫ ঘণ্টা বিলম্বে যাতায়াত করছে।’

তিনি বলেন, ‘ট্রেনে সফরের সময় আমি যাত্রীদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন কোনও ভোগান্তি অনুভব করছেন না। ঈদের আনন্দের মতোই আজ আমরা আমাদের গন্তব্যে যাচ্ছি। কারণ, আপনাদের তো সামনা-সামনি দেখার সুযোগ হয় না। টেলিভিশনে দেখি, আজ এই সুযোগে সামনা-সামনি দেখলাম। আমরা সবাই ঈদের সময়ের মতো আনন্দ করতে করতে বাড়ি যাচ্ছি।’

এ সময় সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘ধরুন আমাদের কারণে ওইদিন ৬৫০ জন যাত্রীকে ভোগান্তিতেই ফেললাম, কিন্তু বিএনপি যে নয়াপল্টন এবং প্রেসক্লাবে সমাবেশ করে লাখ লাখ মানুষকে ভোগান্তিতে ফেলেছিল সেই সংবাদ তো আমরা কোনও গণমাধ্যমে দেখি নাই।’