‘আ. লীগ ছাড়া কোনও ঐক্য জাতীয় ঐক্য নয়’

 আওয়ামী লীগ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ ছাড়া কোনও ঐক্য জাতীয় ঐক্য নয়। আওয়ামী লীগকে বাদ দিয়ে কেউ যদি কোনও ঐক্য করে, ওই ঐক্য হবে জাতীয়তাবাদী সাম্প্রদায়িক ঐক্য।’

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের ঐক্য সম্পর্কে জানতে চাইলে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, ‘অক্টোবরে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে। অক্টোবরে যে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে সেখানে টেকনোক্র্যাট কোটায় কেউ থাকবে না। গতবারের নির্বাচনের সময় মন্ত্রিসভার সদস্য ছিল ২৮ জন। এবারও নির্বাচনকালীন সরকারের আকার সেরকমই হবে।’

মন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগ শরিকদের জন্য ৬০-৭০টি আসন ছেড়ে দেবে। তবে আওয়ামী লীগ থেকে কারা কারা মনোনয়ন পাচ্ছেন তা ঠিক করা হয়নি।’