প্রধানমন্ত্রী কোনও কারাবন্দিকে মুক্তি দেওয়ার এখতিয়ার রাখেন না: তথ্যমন্ত্রী

হাছান মাহমুদ

শুধু খালেদা জিয়া নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনও কারাবন্দিকেই মুক্তি দেওয়ার এখতিয়ার রাখেন না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘কারাবন্দিদের মুক্তি দেওয়ার বিষয়টি আদালতের। খালেদা জিয়া আদালতের রায়ে সাজা খাটছেন। সেখানে সরকারের কিছু করার নেই।’
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ অন্য নেতাকর্মীরা সরকারপ্রধানের কাছে খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে আসছেন। এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘আদালতের রায়ে যার (খালেদা জিয়া) সাজা হয়েছে, সেই কারাবন্দির মুক্তির দাবি সরকারপ্রধানের কাছে করা মানে আদালত অবমাননা করা।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি-জামায়াত মূলত একই আদর্শে রাজনীতি করে। আপাতদৃষ্টিতে দুটি দল মনে হলেও আসলে তারা এক দল। এ কারণে তারা কেউ কারও কাছ থেকে আলাদা হবে না।’