আব্দুল মতিন খসরু লাইফ সাপোর্টে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সরকারি দলের এমপি অ্যাডভোকেট আবদুল মতিন খসরুকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। খসরুর একান্ত সহকারী অ্যাডভোকেট মহিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার দুপুরে (১৩ এপ্রিল) মহিন বলেন, উনাকে আজ সকালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। উনার অবস্থা সংকটাপন্ন।

সাবেক আইনমন্ত্রী মতিন খসরু গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে সুপ্রিম কোর্ট বারের সভাপতি নির্বাচিত হন। নির্বাচনের পর গত ১৫ মার্চ তিনি করোনা টেস্ট করান। পজিটিভ আসার পর ১৬ মার্চ সিএমএইচে ভর্তি হন।

পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। অবস্থার উন্নতি হলে তাকে কেবিনে নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে অবনতি হওয়ায় তাকে ফের আইসিইউতে নেওয়া হয়।

আবদুল মতিন খসরু কুমিল্লা-৫ আসন থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। এরমধ্যে ৭ম সংসদে (১৯৯৬-২০০১) আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান সংসদে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে রয়েছেন।