খালেদা জিয়া কোন দেশে যেতে চান ফখরুল তা বলছেন না: হানিফ

খালেদা জিয়াকে কোন দেশে চিকিৎসার জন্য নিয়ে যেতে চান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তা বলছেন না বলে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘ম্যাডাম খালেদা জিয়ার চিকিৎসকরা কিন্তু একবারও বলছেন না যে উনার পার্টিকুলার এই রোগের জন্য এই দেশে এই ডাক্তারের চিকিৎসা নিতে হবে। তারা বলছেন না, অথচ বলছেন মির্জা ফখরুল সাহেব। আমাদের দেশে চিকিৎসা সম্ভব না হলে কেউ ভারতে যায়, ব্যাংকক যায়, সিঙ্গাপুর যায়। কিন্তু উনি কোন দেশে যেতে চান সেটা কি বলেছেন? তা বলেন না।’

শুক্রবার (১৮ জুন) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে ‘৯৫ ফাউন্ডেশন কাজিপুর’ আয়োজিত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বিএনপির রাজনীতি এখন খালেদা জিয়ার অসুস্থতার মধ্যে ঘুরপাক খাচ্ছে। মির্জা ফখরুল ইসলামের কথা শুনে মনে হয়, উনি বোধহয় খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের চেয়ারম্যান। উনি বোধহয় বড় চিকিৎসক।’

মাহবুব উল আলম হানিফ অভিযোগ করে বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসা তাদের কাছে মুখ্য নয়, চিকিৎসা নিয়ে তাদের নাটক করা, স্ট্যান্ডবাজি করা, রাজনীতি করা তাদের মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে।’

তিনি বলেন, ‘আমরা বহুবার বলেছি খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, তার সুচিকিৎসা হোক। সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। এটা আমরা চাই, প্রত্যাশা করি।’

স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, ‘৯৫ ফাউন্ডেশন কাজিপুরের’ সভাপতি প্রকৌশলী মো. আবু রায়হান।