সংবাদ পরিবেশনে দায়িত্বশীল বাংলা ট্রিবিউন: ফারুক খান

বাংলা ট্রিবিউনের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠানটির সম্পাদকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহম্মদ ফারুক খান।

বৃহস্পতিবার রাতে (১২ মে) বাংলা ট্রিবিউনকে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি নিয়মিত বাংলা ট্রিবিউনের খবর পড়ি। আমি দেখেছি, বাংলা ট্রিবিউন সত্যনিষ্ঠ সাংবাদিকতার পক্ষে কাজ করে যাচ্ছে।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহম্মদ ফারুক খান উল্লেখ করেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে গণমাধ্যম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাধারণ মানুষ এসব গণমাধ্যম থেকে খবর পড়ে থাকে। আর সেই খবরের ওপর ভিত্তি করে তারা তাদের মতামত তৈরি করে থাকে।’

তিনি বলেন, ‘দুঃখজনক হলেও সত্য সারা বিশ্বে মিডিয়া অনেক ক্ষেত্রে অসত্য ও বিকৃত সংবাদ পরিবেশন করছে। যার কারণে রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন ধরনের ক্যালামিটিজ আমরা দেখতে পাই। বাংলা ট্রিবিউন তাদের সংবাদ পরিবেশনে যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, আগামীতে তা অব্যাহত রাখবে। নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আরও উৎকর্ষতার স্বাক্ষর রাখবে।’

সংবাদ পরিবেশনায় সব ধরনের মিডিয়াকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, ‘দেশের বৃহৎ স্বার্থে অনেক ক্ষেত্রে সত্য সংবাদও এড়িয়ে চলা উচিত। দায়িত্বশীল গণমাধ্যমগুলো এটা সবসময় বিবেচনা করে থাকে। বাংলা ট্রিবিউনও এই দায়িত্বশীলতার পরিচয় দিয়ে পথ চলছে। আগামী দিনে বাংলা ট্রিবিউন আরও জনপ্রিয় গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠা পাবে। দেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করবে।’