স্থানীয় নির্বাচনে এমপি এলাকায় থাকতেই পারেন: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘স‌রকার দলীয় কোনও সংসদ সদস্য কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে হস্তক্ষেপ করছেন না। তাছাড়া, একজন সংসদ সদস্য স্থানীয় নির্বাচনে তার এলাকায় থাকতেই পারেন।’

মঙ্গলবার (১৪ জুন) বেলা ১১টায় কুষ্টিয়া শিল্পকলা অ্যাকাডেমি চত্বরে এক অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গত ৮ জুন সন্ধ্যায় কুমিল্লা সিটি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে নির্বাচনি এলাকা ছাড়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু নির্দেশ অমান্য করে তিনি এখনও এলাকায় আছেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘তিনি নির্বাচনি প্রচারণায় অংশ নিচ্ছেন কিনা সেটাই দেখার বিষয়। ওই সংসদ সদস্য তার বাড়িতেই অবস্থান করছেন। তাকে পদত্যাগ কিংবা বহিষ্কারের কোনও যৌক্তিকতা নেই।’

তিনি আরও বলেন, ‘বিএনপির সামনে সরকার বিরোধী কিংবা নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলার কিছু নেই। সে কারণেই ইস্যু খুঁজছে তারা।’

তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপস বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে হানিফ বলেন, ‘ওই সময় শেখ হাসিনা অবৈধ তত্ত্বাবধায়ক সরকারের হাতে গ্রেফতার হয়েছিলেন। অবৈধ সরকারের সঙ্গে আপস করেননি বলেই তাকে কারাগারে যেতে হয়েছিল। কিন্তু খালেদা জিয়া গ্রেফতার হয়েছিলেন পরে। অতএব আপস কারা করেছিল তা দেশবাসী জানে।’

অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।