‘বিএনপির মতো পাকিস্তানের তাঁবেদারি রাজনীতি আমরা করি না’

‘যুবলীগের নেতাকর্মীরা বিএনপির মতো ‘আদর্শহীন রাজনীতি করে না’ বলে মন্তব্য করে সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘আমাদের নেতাকর্মীরা মুক্তিযুদ্ধের চেতনা লালন করে। বিএনপির মতো পাকিস্তানের তাঁবেদারি রাজনীতি আমরা করি না।’

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর ফার্মগেটে ‘দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও তাণ্ডবের বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর যুবলীগের এক শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি।

যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘বিএনপির নেতাদের বলতে চাই, জনগণকে আপনারা ভিকটিম বানানোর স্পর্ধা দেখাবেন না। জনগণের অধিকার, অর্থাৎ জনগণের জানমালের নিরাপত্তায় যদি আপনারা ব্যাঘাত ঘটান, তার দাঁতভাঙা জবাব আপনারা রাজপথেই পাবেন। স্বাধীনতার পর এই প্রথম এ দেশের মেহনতি মানুষ তাদের মৌলিক অধিকারগুলো উপভোগ করছে। অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত হয়েছে। এই প্রথম খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি। বিএনপির বাংলাদেশের এই কৃতিত্ব পছন্দ হচ্ছে না।’

যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘আন্দোলনের নামে বিএনপি-জামায়াত যদি কোথাও জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করে, অগ্নিসন্ত্রাস করে, তাহলে তারদের রাজপথে কঠোরভাবে প্রতিহত করা হবে।’

ঢাকা মহানগর আওয়ামী যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন যুবলীগের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর যুবলীগ উত্তরের নেতারা।