বিএনপির সঙ্গে একই দিনে কর্মসূচি নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

বিএনপির ঘোষিত কর্মসূচির দিনেই পাল্টা কর্মসূচি ঘোষণা করে আসছে আওয়ামী লীগ। এ প্রসঙ্গে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমাকে কেউ কেউ বলেন— ওরা (বিএনপি) ডেট দিলে, আপনারও একই দিন ডেট দেন। যিনি বলেন— তাকে সবিনয়ে বলছি, ২০১৪-১৫ সাল তিনি বোধহয় দেখেননি। আমরা চুপ করে থাকলে বিএনপি কোন মূর্তিতে আভির্ভূত হবে, সেটা দেখেন নাই। তাই শপথ নিয়েছি— আগুন নিয়ে আসলে হাত পুড়িয়ে দেবো। ভাঙচুর করতে আসলে হাত ভেঙে দেবো।’

শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি। ‘বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে’ সমাবেশ করছে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন।

এসময় ওবায়দুল কাদের নেতা কর্মীদের উদ্দেশে বলেন, ‘শান্তিপূর্ণভাবে আসবেন, শান্তিপূর্ণভাবে চলে যাবেন। সংঘাত পরিহার করতে হবে। ক্ষমতায় থেকে আমরা কেন সংঘাত করবো?’ 

এসময় বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘কোথায় দাঁড়াবেন? আমরা ছেড়ে দেবো? সংঘাত করবো না। আমরা সংঘাত চাই না। সংঘাতের জন্য এ সমাবেশ করছি না, সমাবেশ করছি ২০১৩ ও ১৪ সালে যারা আগুন দিয়ে সন্ত্রাস করেছে, তাদের মোকাবিলা করে জনগণের সম্পত্তি ও জানমালকে পাহারা দিতে। শেখ হাসিনার নির্দেশে সেটাই করে যাচ্ছি।’

আজ শুক্রবার অর্ধেক ঢাকা আওয়ামী লীগের তরুণ কর্মীদের নিয়ন্ত্রণে ছিল বলেও দাবি করেন ওবায়দুল কাদের।