পঁচাত্তরের খুনিরা স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় যেতে চায়: নাছিম

পঁচাত্তরের খুনিরা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে নিঃশেষ করতে চায় উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, তারা সরকারকে উৎখাত করে গণতন্ত্রকে পদদলিত করতে চায়। এরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় যেতে চায়।

শনিবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর খামারবাড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের স্মরণে বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করা আমাদের দেশের জন্য কলঙ্ক। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে বঙ্গবন্ধু এগিয়ে নিতে যেভাবে কাজ করছিলেন, তা অনেকের সহ্য হয়নি। জাতির পিতা সোনার বাংলা গড়ে তোলার যে স্বপ্ন দেখেছিলেন, তা সফল করে তুলতে পারলে— তাঁর প্রতি শ্রদ্ধা জানানো স্বার্থক হবে। এবার জাতির শোককে শক্তিতে রূপান্তরিত করে জাতিকে সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার সাধনায় আত্মনিয়োগ করতে হবে।’

তিনি বলেন, ‘পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে মুক্তিযুদ্ধের চেতনা লালন করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। শোককে শক্তিতে রূপান্তর করে বঙ্গবন্ধুকন্যাকে পঞ্চমবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

আয়োজক সংগঠনের সভাপতি কৃষিবিদ ডা. ফজলে রাব্বি মণ্ডল আতার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— মৎস্য ও প্রাণিসম্পদ সচিব ড. নাহিদ রশীদ, কৃষক লীগের সভাপতি সমীর চন্দ, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. এমদাদুল হক তালুকদার, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ খায়রুল আলম প্রিন্স প্রমুখ।