আওয়ামী লীগের সমাবেশ

‘১৫ মিনিটে নয়া পল্টন সাফ’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘বিএনপি নিজেরা নিজেরা মারামারি করে, পুলিশের ওপর হামলা করে; ১৫ মিনিটে নয়া পল্টন সাফ। এই ধরনের নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগকে মোকাবিলা করা সম্ভব না। ছাত্রলীগ ছেড়ে দিলেই তো তারা পালানোর পথ পাবে না। বেশি বারাবাড়ি করবেন না।’

শনিবার (২৮ অক্টোবর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।

এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘যারা রক্ত চক্ষু দেখিয়েছিল— ২৮ অক্টোবর শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে দেবে, তারা নামাতে পারেনি। তারা শান্তিপূর্ণ সমাবেশ করার কথা বলেছিল, কিন্তু তারা আজ হামলা করেছে।’

জাহাঙ্গীর কবির নানক বলেন, সাপকে বিশ্বাস করা যায় বিএনপি-জামায়াতকে বিশ্বাস করা যায় না।

গুলিস্তানে আওয়ামী লীগের সমাবেশ (ছবি: সাজ্জাদ হোসেন)

তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর উদ্দেশে বলেন, ‘আপনি বলেছেন শান্তিপূর্ণভাবে মহাসমাবেশ করবেন। কিন্তু ৪২ জন পুলিশকে আহত করেছেন, রাজারবাগে হামলা করেছেন।’

বিএনপি ঘোষিত হরতাল প্রত্যাখ্যান করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। সমাবেশ শেষে বাসায় যাওয়ার সময় ‘‘হরতাল মানি না, মানবো না’’ স্লোগান দিতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

গুলিস্তানে আওয়ামী লীগের সমাবেশ (ছবি: সাজ্জাদ হোসেন)

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান বলেন, ‘বিএনপি পরবর্তী কর্মসূচি আনার জন্য আমেরিকার ক্লাবে ঢুকেছে, ডিম পাড়ে হাসে খায় বাগডাসে। এ হাস শুধু ধান খায় না, শামুকও খায়। ওরা যাদের বন্ধু হয়, তাদের শত্রুর প্রয়োজন নেই।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘নেত্রী যা বলবেন আপনারা জীবন দিয়ে হলেও তা বাস্তবায়ন করতে জন্য আপনারা প্রস্তুত আছেন কি না? দুই হাত তুলে দেখিয়ে দেন।‘ এসময় নেতাকর্মীরা হাত তুলে সমর্থন জানান।

সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেছেন, আজকের হামলার মাধ্যে বিএনপি প্রমাণ করেছে, তারা আবার সন্ত্রাসী চরিত্রে ফিরে গেছে। আগামী নির্বাচন পর্যন্ত বিএনপি জামায়াতকে মোকাবিলা করতে হবে। সেজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।’

গুলিস্তানে আওয়ামী লীগের সমাবেশ (ছবি: সাজ্জাদ হোসেন)

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত পালিয়ে গেছে। কেন পালিয়ে গেছে? তারা প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে। এখন নয়া পল্টনে কাক উড়ছে। আমি আওয়ামী লীগের কর্মী হিসেবে আহ্বান জানাই, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।’