রবিবার সারা দেশে শান্তি সমাবেশ করবে আ.লীগ

বিএনপির হরতালের প্রতিরোধ করতে রবিবার সারা দেশে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ ঘোষণা দেন।

শনিবার (২৮ অক্টোবর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ থেকে তিনি এই ঘোষণা দেন।

ওবায়দুল কাদের বলেন, নৈরাজ্যের হরতাল কেউ মানবে না। হরতাল হলো ভোঁতা অস্ত্র। এই অস্ত্র ভোঁতা গেছে। ওই ভোঁতা অস্ত্রে কাজ হবে না। আমরা আবারো শান্তির পথে। আগামীকাল (রবিবার) মহানগর, থানা, জেলা, উপজেলাসহ সারা বাংলাদেশে শান্তি সমাবেশ। আমরা শান্তির পক্ষে। সন্ত্রাস ও বিশৃঙ্খলার বিরুদ্ধে। আমরা রক্তপাতের বিরুদ্ধে শান্তি চাই।

তিনি বলেন, ‘আমরা শান্তি চাই। নির্বাচনের আগে শান্তি চাই। নির্বাচনের সময় শান্তি চাই, নির্বাচনের পরও শান্তি চাই।’