দুটি আসনে প্রার্থী ঘোষণা করেনি আ.লীগ

জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ২৯৮টি আসনে দলীয় মনোনয়ন ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রবিবার (২৬ নভেম্বর) বিকালে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পদক ওবায়দুল কাদের মনোনীত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেন।

এ সময় দুটি আসনের প্রার্থীদের নাম প্রকাশ করেনি ক্ষমতাসীন দলটি। আসন দুটি হলো কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫। ওবায়দুল কাদের বলেন, দুটি আসন আজ প্রকাশিত হচ্ছে না। এটি পরে প্রকাশ করা হবে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রার্থীদের নামের তালিকা ঘোষণা (ছবি: ফোকাস বাংলা)

উল্লেখ্য, কুষ্টিয়া-২ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি ২০০৯ সাল থেকেই এ আসনে জাসদের মনোনয়নে নৌকা প্রতীকে নির্বাচন করে বিজয়ী হয়ে আসছেন। অপরদিকে নারায়ণগঞ্জ-৫ আসনের বর্তমান সংসদ সদস্য এ কে এম নাসিম ওসমান। জাতীয় পার্টির এমপি নাসিম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি শামীম ওসমানের ভাই।

দলীয় মনোনয়ন ঘোষণার আগে লোকে লোকারণ্য হয়ে যায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় (ছবি: ফোকাস বাংলা)

আরও পড়ুন-

কারা হচ্ছেন নৌকার প্রার্থী, জানালেন ওবায়দুল কাদের

আ.লীগ তোষামোদ করে ক্ষমতায় থাকতে চায় না: শেখ হাসিনা