পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বাতিল চেয়ে শাম্মী আহমেদের আপিল

নিজের প্রার্থিতা ফেরত ও প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বাতিল চান আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাম্মী আহমেদ। এজন্য শনিবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনে পৃথক দুটি আপিল করেছেন রিটার্নিং কমিশনের সিদ্ধান্তে প্রার্থিতা বাতিল হওয়া আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা।

বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক  । এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়তে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের বর্তমান এমপি ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ। তবে দ্বৈত নাগরিকত্বের কারণে শাম্মী আহম্মেদের মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং অফিসার। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বৈধ হয়।

শনিবার আপিল দায়েরের শেষ দিন নিজের প্রার্থিতা ফেরত ও পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বাতিল চেয়ে দুটি আপিল দায়ের করেন। এসময় তিনি পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে আপিলে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ করেন। দুটি আপিলই আগামী ১৪ ডিসেম্বর দুপুর ২টায় শুনানির সময় নির্ধারণ করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তিদের আপিল দায়েরের সময় শনিবার শেষ হয়েছে। ইসি সচিব জাহাংগীর আলম জানিয়েছেন, এ পর্যন্ত মোট আপিল দায়ের হয়েছে ৫৬১টি। যার মধ্যে ১৩০টি দায়ের হয়েছে শেষ দিনে। কবে কতজন স্বতন্ত্র বা দলীয় প্রার্থীর বিরুদ্ধের পক্ষে বিপক্ষে, তা এই মুহূর্তে বলা যাবে না। রবিবার থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত কমিশন শুনে সিদ্ধান্ত দেবেন।