শিক্ষাঙ্গনে কোনও বাণিজ্য হতে পারে না: নাছিম

শিক্ষাঙ্গনে কোনও বাণিজ্য হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, ‘আমাদের সন্তানরা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত পরিবেশে বেড়ে উঠুক। শিক্ষা প্রতিষ্ঠান হবে সম্পূর্ণরূপে সন্ত্রাসমুক্ত। শিক্ষাঙ্গন হবে পবিত্র। আমাদের শুদ্ধ মন ও বিবেকবোধ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘একুশের চেতনায় বাংলাদেশকে আমারা শেখ হাসিনার নেতৃত্বে পরিচালনা করতে চাই। আমাদের তরুণদের সমাজের উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। আগামীর ভবিষ্যৎকে কোনও কুসংস্কার ও সাম্প্রদায়িক চিন্তার দ্বারা বিনষ্ট হতে দেওয়া যাবে না।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মননশীল মানসিকতায় প্রস্তুত করতে হবে। শুধু লেখাপড়া দ্বারা একজন শিক্ষার্থীকে মানুষ করা যায় না। তাদের সামাজিকতা, কর্তব্যবোধ ও দেশপ্রেম সম্পর্কে শিক্ষা দিতে হবে।’

শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতার আগে থেকেই শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। এই প্রতিষ্ঠানের সবার অনেক দাবি রয়েছে। প্রতিষ্ঠানটি এতদিন কেন সরকারি হলো না, এর পেছনে নিশ্চয়ই কোনও গভীর কারণ রয়েছে। কারণটা কী তা আমি দেখবো। সরকারি না হওয়ার কারণ কী, সমস্যাটা কোথায়, সেটি খুঁজে বের করে সমাধানের মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা তার নিজস্ব ঐতিহ্য ও মর্যাদায় এগিয়ে নিয়ে যাবো।’

আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খান মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন– বাহাউদ্দিন নাছিমের সহধর্মিণী ডা. সুলতানা শামীমা চৌধুরী, সাবেক এমপি রওশনা আরা মান্নান, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোজাম্মেল হক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিনু রহমান প্রমুখ।