সব প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখার তাগিদ নানকের

সব প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখার তাগিদ দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, রাজধানীর বেইলি রোডের আগুন দুর্ঘটনা নাকি নাশকতা সেটি তদন্ত হচ্ছে। তদন্তের পর আসল ঘটনা বের হবে।

শনিবার (২ মার্চ) রাজধানী লালমাটিয়া মহিলা স্কুল অ্যান্ড কলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রেস্টুরেন্ট মালিক থেকে শুরু করে সেখানে যারা নিয়ম বর্হিভূতভাবে কাজ করছেন এবং যাদের নিয়মনীতি পালনে বাধ্য করার কথা তাদের সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লাগার পর থেকে আমার চোখের সামনে ভেসে উঠছে ধানমন্ডি সাত মসজিদ রোডটি। যেখানে ব্যাঙের ছাতার মতো রেস্টুরেন্ট গড়ে উঠেছে। সে রেস্টুরেন্টগুলোতে আগুন প্রতিরোধে কোনও ব্যবস্থা আছে বলে আমার জানা নেই। সংশ্লিষ্ট সবার নড়েচড়ে বসা দরকার।’

রেস্টুরেন্ট ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মানুষের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে শুধু মুনাফাই করবেন, এটা মেনে নেওয়া হবে না। প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিতে হবে। নিতে বাধ্য করতে হবে।’

‘দেশে আইনের শাসন নেই বলেই বেইলি রোডের আগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটেছে’– এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ নাকচ করে পাটমন্ত্রী বলেন, ‘সব কিছুর বিরোধিতা করা বিএনপি নেতাদের অভ্যাসে পরিণত হয়েছে। নিজের দায়িত্ব পালন না করে, সরকারের সমালোচনা ও বিরোধিতা করা তাদের অভ্যাস।’

বেইলি রোডের আগুনের ঘটনায় বিএনপির অবস্থানের সমালোচনা করে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘এত বড় একটি ঘটনা ঘটলো, তারা কি তাদের দায়িত্ব পালন করেছে? করেনি। তারা ঘটনাস্থলে ছুটে যায়নি। যারা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এখন পর্যন্ত বিএনপির কেউ সেখানে যায়নি। যারা নিহত হয়েছেন, তাদের প্রতি বিএনপি কোনও সহানুভূতিও জানায়নি।’

তিনি বলেন, ‘বিএনপি একটি সূত্র বের করে, আর সেই সূত্র উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে দিয়ে তারা নিজেদের সব দায়-দায়িত্ব এড়িয়ে যেতে চায়। তারা আসলে দায়িত্বহীন একটি রাজনৈতিক দল। তাই বিএনপি কী বলছে, তাতে মানুষের আর দৃষ্টি নেই।

বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দেশের মানুষ তাদের থেকে দৃষ্টি সরিয়ে নিয়েছে উল্লেখ করে নানক বলেন, ‘হত্যার রাজনীতির জন্য মানুষ তাদের কাছ থেকে দৃষ্টি সরিয়ে নিয়েছে। তাদের নিয়ে খুব বেশি বলার আছে বলে আমি মনে করি না।’