ড. ইউনূসের কর্মকাণ্ড রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ের, ব্যবস্থা নেওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের

দেশের বর্তমান অবস্থায় নোবেল বিজয়ী ড. ইউনূসের আন্তর্জাতিক হস্তক্ষেপ কামনা রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ড. ইউনূসের বিরুদ্ধে যখন মামলা চলমান, তখন তিনি এ ধরনের কার্যক্রম করছেন; যা ষড়যন্ত্র। এ থেকেই বোঝা যায়, চলমান বিচার থেকে নিজেকে বাঁচানোর জন্য তিনি এ ধরনের ষড়যন্ত্র করছেন। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস একটি বিবৃতিতে বাংলাদেশের উপর হস্তক্ষেপ করার জন্য বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন। এ ধরনের বিবৃতি বাংলাদেশের আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতা পর্যায়ে পড়ে। এটা আন্তর্জাতিক আইনেরও চরম লঙ্ঘন।’

বিবৃতিতে ড. ইউনূস বাংলাদেশে একটা মধ্যবর্তী নির্বাচনের জন্য বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘তার এই কার্যক্রম বেআইনি। তার এই আহ্বান বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছোট করেছে। দেশকে তিনি খাটো করেছেন। তিনি একজন নোবেলজয়ী, তার পক্ষে কি এটা শোভা পায়?’

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আহমেদ হোসেন, বিএম মোজাম্মেল হক এবং সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।