অবমূল্যায়িত হয়েই পদত্যাগ চেয়েছি: বিএনপি নেতা শামীম

শামীমুর রহমানবিএনপির সদ্য ঘোষিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহপ্রচার সম্পাদক পদ থেকে নিজের নাম প্রত্যাহার চেয়েছেন সাবেক সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান।

তিনি নিজেই বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার চার মাস ১৬ দিন পর শনিবার বিএনপির ৫০২ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে সহপ্রচার সম্পাদক পদ পান শামীমুর রহমান। কমিটি ঘোষণার পর তিনি এ পদ থেকে নিজের নাম প্রত্যাহার চান।

শামীমুর রহমান বলেন, আমি পাঁচ মাসের বেশি সময় জেলে ছিলাম। ১৬ ঘণ্টা রাজনীতি করেছি। ছিলাম সহদপ্তর। এখন আরও নিচের পদে সহপ্রচার করা হয়েছে। আমাকে অবমূল্যায়িত করা হয়েছে। তাই, মহাসচিব বরাবর চিঠি দিয়ে নিজের নাম প্রত্যাহার চেয়েছি।

তিনি অভিযোগ করে বলেন, তাকে তিন নম্বর সহপ্রচার সম্পাদক করা হয়েছে। আর এক নম্বর সহপ্রচার সম্পাদক করা হয়েছে ছাত্রদলের সাবেক নেতা আমিরুল ইসলামকে। তিনি শামীমের কনিষ্ঠ।

বাংলা ট্রিবিউনের কাছে বক্তব্য দেওয়ার সময় শামীমকে সংক্ষুব্ধ দেখা গেছে।

/এসটিএস/এবি/