৩৯ বছরে পা বিএনপির

বিএনপি১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ৩৮ বছর অতিক্রম করে ৩৯ বছরে পা রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিকাল ৫টায় রমনা রেস্তোরাঁয় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে দলটির যাত্রা শুরু হয়।
বিএনপির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য মতে, দল প্রতিষ্ঠার আগে ১৯৭৭ সালের ৩০ এপ্রিল দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তার ‘সামরিক শাসন’-কে ‘বেসামরিক’ করার উদ্দেশ্যে শুরু করেন ১৯ দফা কর্মসূচি।
নতুন বছরে বিএনপির লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একটা নির্মম পরিস্থিতি দিয়ে যাচ্ছে বিএনপি। দেশে আইনের শাসনের অনুপস্থিতি, মৌলিক অধিকারবঞ্চিত মানুষ, এসব পরিস্থিতি থেকে উত্তরণ  ও কীভাবে মোকাবিলা করা হবে, তা নির্ধারণই হবে এই প্রতিষ্ঠাবার্ষিকীর কাজ।’
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকালে এক আলোচনা সভা আয়োজন করেছে বিএনপি। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে।

/এসটিএস/এইচকে/