সর্বোচ্চ ব্যক্তির নির্দেশেই খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা: রিজভী

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভীরাষ্ট্রীয় পর্যায়ের সর্বোচ্চ ব্যক্তির নির্দেশেই খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘অবৈধ সরকার বিএনপি চেয়ারপারসনের অস্তিত্বকে বিপন্ন করার চেষ্টা করে যাচ্ছে।’

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশন্যাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) আয়োজিত মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘আওয়ামী লীগ শাসনমালের সমাপ্তি হলে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পারোয়ানা কালো অধ্যায় হিসেবে লিপিবদ্ধ থাকবে। আদালত নিরপেক্ষ থাকলে এই ধরনের মামলায় কখনও গ্রেফতারি পরোয়ানা জারি করা হতো না।’

বিএনপির পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানাকে ‘হীন কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করে এর প্রতিবাদ এবং অবিলম্বে তা  প্রত্যাহারের দাবি জানান তিনি।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন- লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক শাজাহান মিয়া সম্রাট প্রমুখ।

আরও পড়ুন- 


হাসনাত করিমের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ!

/আরএআর/এফএস/