নির্বাচনের জন্য রুট থাকতে হবে, তারপর রোডম্যাপ: মির্জা ফখরুল

জিয়াউর রহমানের কবরে বিএনপি নেতাদের শ্রদ্ধাবাংলাদেশে এখনও নির্বাচনের কোনও পরিবেশ সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘নির্বাচনের জন্য রুট থাকতে হবে, তারপর রোডম্যাপ। কিন্তু সে রুট নেই। এখন বিরোধীদলের কথা বলার সু্যোগ নেই। স্বাভাবিক কর্মকাণ্ডের সুযোগ বন্ধ।’

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে তার কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন ফখরুল। শ্রদ্ধা জানানোর সময় সেখানে উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। এসময় মোনাজাতও করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘বিএনপি নেতাদের গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে। এই অসম পরিস্থিতিতে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তাই যে রোডম্যাপই দেওয়া হোক না কেন, প্রথম শর্ত- সব দলের জন্য সমান সুযোগ দিতে হবে এবং মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তারপরই রোডম্যাপ নিয়ে কথা বলা যৌক্তিক হবে।’

তিনি বলেন, ‘জনগণ আজ ঐক্যবদ্ধ হয়ে ২০১৪ সালের মতো নির্বাচন হতে দেবে না, মেনেও নেবে না। সব দলকে সমান সুযোগ দিয়ে নির্বাচন হলেই তা মেনে নেওয়া হবে।’

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি। মঙ্গলবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া রাজধানির প্রায় ২০-২২টি স্থানে খাদ্য সামগ্রী বিতরণ করছেন খালেদা জিয়া।

/এসটিএস/এসএস/এফএস/ 

আরও পড়ুন- 


আধিপত্য বিস্তারে দুই পরিবারের দ্বন্দ্বের শিকার বিএনপি নেতা মিঠু!