জনগণের পকেট কেটে লুটপাটের জন্যই এই বাজেট: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদনতুন অর্থবছরের প্রস্তাবিত চার লাখ ২৬৬ কোটি টাকার বাজেট জনগণের পকেট কেটে অর্থ লুটপাটের জন্য প্রণীত হয়েছে, বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। শুক্রবার দুপুরে বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘বাজেটের বেশির ভাগ অংশই ধরা হয়েছে ভ্যাট ও করের ওপর নির্ভর করে। অর্থাৎ জনগণের পকেট কেটে অর্থ লুটপাটের জন্যই যে এই বাজেট প্রণীত হয়েছে তা সুস্পষ্ট। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো- ব্যাংক লেনদেনে আবগারি শুল্ক ধরা হয়েছে যার নজির পৃথিবীর কোথাও নেই। এই আত্মঘাতি সিদ্ধান্তটি নেওয়া হয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর সামান্য জমানো টাকাতে হাত দেওয়ার উদ্দেশে।’
দুর্নীতিবাজ সরকার ও তার মন্ত্রীরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছেন উল্লেখ করে রিজভী আরও বলেন, ‘সরকার সাধারণ মানুষের এক লাখ টাকা সঞ্চয়ের ওপর হস্তক্ষেপ করছে। এছাড়াও বিভিন্ন পণ্যের ওপর ধরা হয়েছে ১৫ শতাংশ ভ্যাট, যার খড়গ সরাসরি নেমে আসবে জনগণের ওপর। মূলত ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতা নেওয়ার পর থেকে এখন পর্যন্ত পাল্লা দিয়ে যেভাবে ক্ষমতাসীনদের লুটপাট আর দুর্নীতি চলছে তা বাংলাদেশের ইতিহাসে নজীরবিহীন।’

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, ‘এই রমজানেও মানুষকে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করতে হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গলা ফাটিয়ে ঘোষণা দিয়েছিলেন দশ টাকা কেজি চাল খাওয়াবেন, ঘরে ঘরে চাকরি দিবেন। প্রধানমন্ত্রীর জনগণকে আশার বাণী শুনিয়ে যে চরম ধোঁকা দিয়েছেন তা এখন পরিস্কার। মোটা চালের দাম এখন ৪৮ থেকে ৫০ টাকা। বিশ্বে সবচেয়ে বেশি দামে বাংলাদেশে চাল বিক্রি হচ্ছে।’
সংবাদ সম্মেলনে রিজভী গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারসহ ব্যাংক লেনদেনের ওপর আবগারি শুল্ক ও পণ্যের ওপর যে ভ্যাট ধরা হয়েছে তা প্রত্যাহারের জোর দাবি জানান। এছাড়াও তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খালেদ মঞ্জুর রোমেলকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়ারও অভিযোগ করেন।

/এসটিএস/এমও/