চিকুনগুনিয়া রোধে ব্যবস্থা নিতে সরকারের উদ্দেশে খালেদার টুইট

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকুনগুনিয়া রোধে ব্যবস্থা নিতে সরকারের উদ্দেশে আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করেছেন। তার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, শুক্রবার ১১টার দিকে চেয়ারপারসন এ সংক্রান্ত টুইট করেছেন।

চিকনগুনিয়া রোধের আহ্বান জানিয়ে খালেদা জিয়ার টুইটের ন্ক্রিনশটখালেদা জিয়ার টুইটে বলা হয়েছে, ‘চিকুনগুনিয়া আক্রান্তদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করছি, সেই সাথে সরকারকে এই রোগ প্রতিরোধের যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও চিকুনগুনিয়া রোধে সরকারের ব্যর্থতা রয়েছে বলে জানানো হয়। বৈঠকে এ নিয়ে আলোচনা হয়, বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ওই সময় সাংবাদিকদের ফখরুল বলেছিলেন, ‘সারা দেশে চিকুনগুনিয়া মহামারি আকার ধারণ করেছে। কিন্তু সরকারের মনোসংযোগ দেখতে পাচ্ছি না। তারা অবহেলা দেখাচ্ছেন। এতে করে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’

/এসটিএস/এমও/