‘রোহিঙ্গা ইস্যুতে সরকারে কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে’

 

ড. খন্দকার মোশাররফ হোসেন (ছবি: সংগৃহীত)রোহিঙ্গাদের পাশে সরকারকে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘মিয়নামারের রোহিঙ্গাদের বাংলাদেশে আসা নিয়ে সরকারকে কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে।’ শনিবার দুপুরে ঈদুল আজহা উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে আহ্বান জানান তিনি। 

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ও শান্তি-শৃঙ্খলা ফেরানোর প্রত্যয় ব্যক্ত করছি। অরাজকতা ও অশান্তির হাত থেকে দেশকে রক্ষা করব।’

এ সময় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আহমদ আজম খান, রুহুল কবির রিজভীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।