১৮ অক্টোবর দেশে ফিরছেন খালেদা জিয়া

খালেদা জিয়া (ফাইল ছবি: সংগৃহীত)

 

তিন মাস লন্ডন সফর শেষে আগামী ১৮ অক্টোবার বুধবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এদিন বিকাল ৫টা ৪৫ মিনিটে তিনি এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

শায়রুল কবির খান বলেন, ‘বুধবার দলের চেয়ারপারসনকে বিমানবন্দরে শুভেচ্ছা জানাবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এ সময় দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা-কর্মীরাও উপস্থিত থাকবেন।’

প্রসঙ্গত, খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে শুক্রবার বাংলা ট্রিবিউনে ‘‘চিকিৎসকের ‘ছাড়পত্র’ নিয়ে শিগগিরই দেশে ফিরছেন খালেদা জিয়া’’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়েছে। ওই সংবাদে উল্লেখ করা হয়েছে, খালেদা জিয়া দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। চিকিৎসকদের ‘ছাড়পত্র’ পেলে তিনি কয়েকদিনের মধ্যেই দেশে ফিরবেন। এ প্রসঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চিকিৎসা শেষ হলে খালেদা জিয়া শিগগিরই দেশে ফিরবেন।’

এ বিষয়ে  দলটির যুগ্ম মহাসচিব  ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘লন্ডনে চিকিৎসকের অ্যাপয়েনমেন্ট থাকায় দেশে ফিরতে দেরি হচ্ছে খালেদা জিয়ার। তার বয়স ৭২/৭৩। স্বাভাবিকভাবেই তিনি অসুস্থ হবেন। তার পা, হাঁটু ও চোখের অসুস্থতা আছে। চিকিৎসা শেষ হলে দ্রুত তিনি দেশে ফিরবেন।

উল্লেখ্য, চলতি বছরের ১৬ জুলাই (শনিবার) খালেদা জিয়া লন্ডন যান।